আমেরিকা বিশ্বের বৃহত্তম এবং বৈচিত্র্যময় দেশগুলোর মধ্যে একটি। দেশটিতে প্রতিবছর প্রচুর পরিমাণে পর্যটন আসে বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে। নিউইয়র্ক এবং শিকাগোর স্কাইস্পার বা উচ্চ অট্টোলিকা থেকে শুরু করে আলাস্কার প্রাকৃতিক সৌন্দর্য ইয়েলোস্টোন।
কিংবা ক্যালিফোর্নিয়ার ফ্লোরিডো এবং হাইওয়ের সুদৃশ্য সৈকত সবই আমেরিকান এবং আমেরিকায় আগত টুরিস্টদের কাছে খুবই দর্শনীয় স্থান। আর আমেরিকায় এতো এতো দর্শনীয় স্থান রয়েছে যার মধ্যে থেকে সেরা ৫ টি দর্শনীয় স্থানের তালিকা নিয়ে আজকের আয়োজন। তো বন্ধুরা চলুন জেনে নিই আমেরিকার সেরা ৫টি দর্শনীয় স্থান।
আমেরিকার সেরা ৫টি দর্শনীয় স্থানের নাম এবং তালিকা নিচে দেওয়া হলো-
১. গ্ৰান্ড ক্যানিয়ন
আমেরিকার টুরিস্টদের কাছে আমেরিকার সবচেয়ে সেরা দর্শনীয় স্থান হলো গ্ৰান্ড ক্যানিয়ন। আমেরিকার অ্যারোজিন অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিম সীমান্তে অবস্থিত এই গ্ৰান্ড ক্যানিয়ন যেন পৃথিবীর ২০০ কোটি বছরের এক নবীন সাক্ষী। এর অধিকাংশ এলাকা গ্ৰান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক এর মধ্যে অবস্থিত। এই গিরিখাত এর দৈর্ঘ্য ২৭৭ মাইল এবং প্রস্থ ১৮ মাইল গভীরতা ১৮০০ মিটার। অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য গ্ৰান্ড ক্যানিয়ন কে এনে দিয়েছে আমেরিকায় আগত টুরিস্টদের প্রধান আকর্ষণ এর খ্যাতি। প্রতিবছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে বিপুল পরিমাণ পর্যটক। তবে গ্ৰান্ড ক্যানিয়ন ঘুরতে আসা পর্যটক দের কাছে প্রধান আকর্ষণ সূর্যদ্বয় দেখা।
২. ইয়েলোষ্টোন জাতীয় উদ্যান
আমেরিকার সেরা দর্শনীয় স্থানের তালিকায় শীর্ষে রয়েছে ইয়েলোষ্টোন জাতীয় পার্ক। এটা বিশ্বের সবচেয়ে প্রাচীন ন্যাশনাল পার্ক। পার্কের ভিতরে রয়েছে পর্বত মালা, সক্রিয় আগ্নেয়গিরি, উপঅ্যালপাইন অরণ্য, গিরিখাত, হৃদ-নদী। এটি ১৮৭২ সালে রাষ্ট্রপতি গুলিসহ এস. গ্ৰান্টের সাক্ষারানুক্রমে মার্কিন কংগ্রেসের একটি আইন পাস করে স্থাপিত হয়। পার্কটি মূলত ওয়াইওমিং রাজ্যে অবস্থিত মন্টনা রাজ্যে অবস্থিত হলেও মূলত মান্টনা আইডাহো রাজ্যেও এর কিছু অংশ রয়েছে। জীববৈচিত্র্য ও বণ্য প্রাণীর দেখা মিলে যার মধ্যে রয়েছে বাইসন, কালো ভাল্লুক, নেকড়ে, কাঠবিড়ালী, পালকহীন ঈগল ইত্যাদি।
৩. ম্যানহাটন
আমেরিকার সেরা দর্শনীয় স্থানের পরবর্তী স্থানে রয়েছে ম্যানহাটন। ম্যানহাটন আমেরিকার বৃহত্তর শহর নিউ ইয়র্ক সিটির ৫টি বরো কাউন্টির মধ্যে ক্ষুদ্রতম। ম্যানহাটন মূলত নিউইয়র্ক সিটির প্রান। নিউইয়র্ক সিটির কথা মনে হলেই আমাদের সবার প্রথমে যে কথাটি মনে হয় তা হলো আকাশ ছোঁয়া সব দালান। আকাশ ছোঁয়া এসব দালান এর ছবি টিভির মর্দায় আমরা দেখেছি হাজার বার এর বেশি। এখানে গগনচুম্বি দালান গুলোর মধ্যে অন্যতম হলো এস্পায়ার স্টেট, ক্রিসলার এবং সিটিকপ সেন্টার। আর ১০১ তলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যুগলের অবস্থান ও ছিল এই ম্যানহাটান দ্বীপে।
৪. নায়াগ্রা জলপ্রপাত
আমেরিকার সেরা দর্শনীয় স্থানের ৪র্থ স্থানে রয়েছে পৃথিবীর অপার বিস্ময় নায়াগ্রা জলপ্রপাত। পৃথিবীর সবচেয়ে বড় 10 জলপ্রপাত এটা। ১৬৭ ফুট উঁচু এই পাহাড় থেকে প্রায় প্রতি সেকেন্ডে ৬৪ হাজার ৭৫০ ঘনফুট পানি নদীতে আসড়ে পড়ে। জলপ্রপাত আমেরিকার নিউইয়র্ক এবং কানাডার ওন্টারিও আন্তর্জাতিক সমীনানায় অবস্থিত। ভ্রমণ পিপাসু মানুষদের কাছে নায়াগ্রা জলপ্রপাত একটি আকর্ষণীয় জায়গা। তবে জলপ্রপাত আমেরিকার পিছনে থাকে দেখতে হলেও কানাডা থেকে সরাসরি সামনে থেকে দেখা যায়। আমেরিকায় প্রতিবছর ১৪, মিলিয়ন এর ও বেশী মানুষ এই নায়াগ্রা জলপ্রপাত দেখতে আসে।
৫. লাস ভেগাস ষ্টিপ
আমেরিকার সেরা দর্শনীয় স্থানের ৫ম স্থানে রয়েছে লাস ভেগাস ষ্টিপ। বিশ্বের গ্যাবলিম্ব রাজধানী হিসেবে পরিচিত এই শহর। লাস ভেগাস আমেরিকার দক্ষিণ নেভাদা অঙ্গরাজ্যের একটা মুরুভূমিতে অবস্থিত। লাস ভেগাস এর রাস্তা জুড়ে আপনি সারা সারি খাবারের দোকান, বড় বড় হোটেল, জুয়া, ক্যাসিনো ইত্যাদি দেখতে পারেন। লাস ভেগাস কে ঘিরে ৫ তারাকা ৭ তারাকা হোটেল ও নির্মীত হয়েছে। যেমন- কোনটা প্যারিস, কোনটা আলাদিন, কোনটা ট্রেজার আইল্যান্ড, কোনটা সিজার সম্রাট ইত্যাদি। তবে শুধু হোটেল নয় এয়ারপোর্ট থেকে শুরু করে সুপার মার্কেট, গ্যাস, স্টেশন, রেস্তোরাঁ সহ সব জায়গায় সাজানো থাকে জুয়ার স্লট মেশিন।
তো বন্ধুরা পোষ্ট টি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ে পোস্ট করবো কমেন্ট করে জানাবেন অবশ্যই। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।
Tags:
Facts